প্রথম আলো কার্যালয়ে হট্টগোল করা যুবকের পরিচয় মিলেছে

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজিউল ইসলাম রকি।ছবি : সংগৃহীত

ফেসবুকে লাইভ শুরু করে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে ঢুকে হট্টগোল করা যুবকের পরিচয় মিলেছে। তার নাম রাজিউল ইসলাম রকি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গত সোমবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের ওই লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তা কর্মীদের ধমক দেন এক যুবক। ওই যুবককে লাল কালি দিয়ে ‘প্রথম আলো’র লোগোর ওপর বার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। লোগোর আশপাশে ‘বয়কট প্রথম আলো’ লিখতে লিখতে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলাম। ভদ্রভাবে প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করলে প্রথম আলোর নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে তারা স্থান ত্যাগ করে।

এদিকে প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)। আজ মঙ্গলবার তিন সংগঠনের পক্ষে আলাদা বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা রিপোর্টে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি আছে। কিন্তু এভাবে একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোতে ডিআরইউ’র অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সব স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন যৌথ বিবৃতিতে বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তোলে। প্রথম আলোর কোনো লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে, এখানে পেশিশক্তি দেখানোর কোনো সুযোগ নেই।’

বিবৃতিতে নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সব স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে সই করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net