স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচিত হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে সোমবার ভোরে কফিনে করে আনা হয় পেলের শবদেহ। সেখানে সান্তোসের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানায় ফুটবলের কালো মানিককে। ফিফা সভাপতিও জানান শ্রদ্ধা। তবে পেলের খোলা কফিনের সামনে তার এক সেলফি সমালোচনার জন্ম দিয়েছে।
পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা। আর সেই খোলা কফিনের সামনে হঠাৎ নিজের মুঠোফোনটি বের করে সেলফি তোলেন ইনফান্তিনো। তার সেলফিতে ছিলেন না পেলের পরিবারের কেউ। সমালোচনাটা হচ্ছে এ কারণেই। তার সেলফিতে ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের কর্তাব্যক্তিরা।
যদিও সেলফি তোলার পরই পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানাতে দেখা গেছে ফিফা সভাপতিকে। কিন্তু তারপরও সমালোচনা থেকে রেহাই পাননি ফিফা সভাপতি। পেলের খোলা কফিনের সামনে স্মিত মুখে ইনফান্তিনোর সেলফি অনেকে দেখছেন দৃষ্টিকটু হিসেবে।
যদিও পরেই পেলেকে নিয়ে আবেগি বার্তা দেন ইনফান্তিনা। বিশ্বের ২১১টি দেশে পেলের নামে স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানান তিনি। যাতে ভবিষ্যত প্রজন্ম জানতে পারে পেলের আদ্যোপান্ত।