পূর্বাচলে উদ্ধার সাত টুকরো লাশের পরিচয় মিলেছে

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ১ মাস আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যাক্তির অজ্ঞাত লাশ পরিচয় সনাক্ত করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন মাসুম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার শিবু মার্কেট এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ (গ) সার্কল সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, গতকাল বুধবার সকাল ৭ টার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসীমউদ্দীন মাসুম (৫০) নামে এক ব্যবসায়ী। তার পরিবারের লোকজন লাশটি দেখে সনাক্ত করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন নারীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তথ্য জানানো হবে।

তিনি আরও জানান, তার পারিবারিক সূত্রে জানায় গত রবিবার তার ছেলে ওবায়দুল ইসলাম শিমু গুলশান থানায় একটা জিডি করেন। তিনদিন পর লাশের সনাক্ত মিলে। তিনি নারায়ণগঞ্জের সস্তাপুর চাঁদ ডাইং এর মালিক।

স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে ৭ টুকরো করা এক ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের পর বুধবার দিন রূপগঞ্জ থানা ওসি লিয়াকত হোসেন জানান, সম্ভবত তিন চার দিন আগে তাকে হত্যা করে পলিথিনে মুড়িয়ে রূপগঞ্জে এই লেকে ফেলে রেখে যায়।

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]