পুলিশকে লাথি মেরে আটক নারী

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
আটক রানী, ছবি: সংগৃহীত

ট্রাফিক পুলিশকে লাথি মারার ঘটনায় রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। রাজশাহী নগরীতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন রানী। একপর্যায়ে রিকশা থেকে নেমে তিনি ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন। এ সময় ট্রাফিক কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনা বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রানীকে ধরে থানায় নিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজলু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন। এতে কনস্টেবল তাকে বাধা দেন। বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে তিনি ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের হবে।