পুজার সময় তাকে খুব মনে পড়ে: অপু বিশ্বাস

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ফাইল ছবি

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি ঢালিউড কিং শাকিব খানের সাবেক স্ত্রী। প্রায় ১০ বছর নায়কের সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তবে এ বছর দুর্গাপুজো কেমন কাটছে জানালেন অভিনেত্রী নিজেই।

প্রথমেই পুজোয় ছোটবেলার স্মৃতি আঁকড়ে অপু বিশ্বাস বলেন, তাঁর কাছে ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। সারাবছর অপেক্ষা করতেন, কখন পূজা আসবে। তবে এখনকার পুজোর সঙ্গে তিনি তখনকার পুজোর কোনও তুলনাই চলে না বলে জানিয়েছেন। এখন পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে তাঁর। তবে এবারের পূজা তে ঢাকাতেই রয়েছেন অপু বিশ্বাস। গত কয়েকবার পুজোতে অভিনেত্রী কলকাতায় ছিলেন।

পুজোতে অভিনেত্রীর ট্র্যাডিশনাল পোশাকই বেশি পছন্দ।ছেলে জয়কে নিয়েই তাঁর সব পরিকল্পনা। তবে এখন পূজা এলেই আগের মতো খুশি খুশি লাগে না তাঁর। কারণ তাঁর মা মারা আর বেঁচে নেই। তাই মা নেই বলেই পূজা এলে মন বেশি খারাপ হয় অভিনেত্রীর। মায়ের জন্যেই আজ অভিনেত্রী সফল। তাই তাঁকে ছাড়া পূজার আনন্দ ভাবতেই পারেন না। তাই পুজোর সময়টা মাকে বেশি মিস করেন অভিনেত্রী।