পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

:: সিলেট ব্যুরো ::
প্রকাশ: ২ years ago
প্রতীকী ছবি

সিলেট শহরের লালাদিঘির পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা তাৎক্ষণিক দুই শিশুর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন, ‘তারা আগেই মারা গেছে’।

নিহত শিশুরা হলো: তাইবা (৭) ও হাবিবা (৭)। তাইবা লালাদিঘির এলাকার দিনমজুর সেলিম মিয়ার কন্যা সন্তান। আর হাবিবা ওই স্থানের মামুন মিয়ার কন্যা সন্তান।

রোববার (২৮ মে, ২০২৩) বিকেল ৫টার দিকে সিলেট শহরের লালাদিঘীর পুকুরে এই ঘটনা ঘটে।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে ৩টার দিকে শিশু তাইবা ও হাবিবা খেলতে বের হয়ে যায়। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিলনা। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখা যায় পুকুরে দুই জনের লাশ ভেসে উঠে।

স্থানীয়রা সাথে সাথেই দুই শিশুকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২ শিশু খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পরবর্তিতে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

সিলেট/অমিতা সিনহা/ ২৮ মে, ২০২৩ ইং


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net