পিস্তল নিয়ে খেলতে গিয়ে পেটে ঢুকল গুলি

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago

মুন্সিগঞ্জে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মো. সোহেল নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। রোববার দুপুর ১১টার দিকে উপজেলার পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সোহেল স্থানীয় মো. জুলহাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিঙ্গাভাঙ্গা এলাকায় বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গুলিভর্তি পিস্তল খেলার ছলে নাড়াচাড়া করছিলেন। এ সময় হঠাৎ পিস্তল থেকে গুলি বেরিয়ে সোহেলের পেটে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।

মুুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।