পরীক্ষার্থী আটকের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ

::
প্রকাশ: ৬ মাস আগে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য helphsc24@gmail.com ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী এদিন জামিন পেয়েছেন। তারা শিগগিরই কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন।

রাজউক উত্তরা মডেল কলেজের অন্য একজন পরীক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। আশা করা হচ্ছে আগামী রোববারের মধ্যে তিনিও মুক্ত হবেন।