নির্বাচনের সহযোগিতা চাইতে মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান

:: সিলেট ব্যুরো ::
প্রকাশ: ২ years ago

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সহযোগীতা চাইতে বর্তমান মেয়র আরিফুল হক আরিফের বাসভবনে গেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী।

রোববার (২৮ মে, ২০২৩) বেলা ১১টার দিকে সিলেট নগরীর কুমার পাড়ায় মেয়র আরিফের বাসায় যান আনোরুজ্জামান।

এসময় মেয়র প্রার্থী আনোরুজ্জামানকে স্বাগত জানান স্ত্রী সামা হক চৌধুরী। মেয়র আরিফের সাথে কিছুক্ষন সিসিক নির্বাচন নিয়ে পরামর্শ ও সিলেট শহরের উন্নয়ন নিয়ে আলাপচারিতা হয়। আলোচনার সময় তিনি মেয়র আরিফের কাছে সহযোগীতার দোয়া চান।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রসঙ্গত, আগামী ২১জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। তাই সিসিক নির্বাচন নিয়ে প্রার্থীদের গণসংযোগ, সমাবেশ ও দোয়া চলছে সর্বত্রে। এরই পরিপ্রেক্ষিতে আনোয়ারুজ্জামান চৌধুরীও আওয়ামী লীগ দল থেকে মনোনীত মেয়র পদে প্রার্থী হয়েছেন।

সিলেট/অমিতা সিনহা/ ২৮ মে, ২০২৩ ইং


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net