আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের মধ্যে থেকে তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ পেছানো কমিশনের এখতিয়ার। এখানে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
বুধবার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাদের বলেন, মনোনয়নের উৎসব দেখেই বোঝা গেছে মানুষ নির্বাচনমুখি। এ নিয়ে চিন্তার আর কোনো কারণ নেই।
নাশকতা ঠেকানো দরকার, একইসাথে অপপ্রচার প্রতিহত করতে হবে।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, নাশকতাই এখন তাদের একমাত্র অস্ত্র। ইলেকশন এখন জনগণের সম্পদ, তাই এই ইলেকশন প্রতিহত করার কোনো চেষ্টায় এখন আর সফল হবে না।
তিনি বলেন, বিদেশিদের নিয়ে চিন্তার কারণ নেই। তারা হামাস ইসরায়েল নিয়ে ব্যস্ত, ইউক্রেন রাশিয়া নিয়ে ব্যস্ত। এমন সময়ে আমাদের নিয়ে এতো ভাবার সময় তারা পাবে বলে মনে হয় না। কে ভিসানীতি, নিষেধাজ্ঞা দিল এ নিয়ে ভেবে লাভ নেই। আমাদের গোটা দেশ উৎসবমুখর, নির্বাচনমুখি।