নিজের স্ত্রীকে ভারতে পাচার করে যৌন পল্লিতে বিক্রি

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

নিজ স্ত্রীকে ভারতে পাচার করে যৌন পল্লিতে বিক্রির অভিযোগ উঠেছে নাজমুল হোসেন নমে (৩৫) এক যুবকের বিরুদ্ধে। পরে পিবিআই, যশোরের প্রচেষ্টায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পিবিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অভিযুক্ত নাজমুলের বাড়ি যশোরের অভয়নগরে।

পুলিশ জানায়, আনুমানিক তিন বছর আগে নাজমুল হোসেন তার স্ত্রীকে বলে দুজনে একসঙ্গে ভারতে গেলে উচ্চ বেতনে চাকরি পাওয়া যাবে। সেখানে যাওয়ার জন্য ভিকটিমকে প্রলুব্ধ করে। ভিকটিম স্বামীর কথায় বিশ্বাস করে ভারতে যেতে রাজি হয়। সেই মতে ভিকটিমকে ভারতে নিয়ে একটি যৌন পল্লিতে বিক্রি করে দেয় বাংলাদেশে চলে আসে। তাদের একটা সন্তানও রয়েছে।

পরে ভিকটিমের পরিবার তাকে উদ্ধারের জন্য আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে।

আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করতে বলেন। পিবিআই, যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দেন পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল। তার দিকনির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. হাবিবুর রহমান ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন।

পিবিআই যশোরের সার্বিক প্রচেষ্টায় মানবপাচার নিয়ে কাজ করে এমন কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের সহায়তায় ভিকটিমকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়। ভিকটিমকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা হলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।