নারীর অন্তর্বাস চুরি দায়ে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ২ years ago
প্রতীকী ছবি

এক নারী তার অন্তর্বাস চুরির অভিযোগ করেছেন। এই চুরির দায়ে এক বাংলাদেশি যুবককে অভিযুক্ত করেছে আদালত। এখানেই শেষ নয় তাকে দেওয়া হয়েছে তিন মাসের কারাদণ্ড।

শুক্রবার এ তথ্য জানিয়ে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে।

কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি যুবকের নাম হোসাইন মো. ইকবাল (৩২)।

ভুক্তভোগী নারী মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের। তিনি স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে এমন অভিযোগ করলে আদালত এই সাজা দেন।

আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন অভিযুক্ত ব্যক্তি। অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী এই সাজা ঘোষণা করেন।