নবম শ্রেণিতে আবারও চালু হচ্ছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ মাস আগে

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নবম শ্রেণি থেকে পূর্বের ন্যায় আলাদা বিভাগ অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য চালু থাকবে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টাকে উদ্ধৃত করে এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী বছর পাঠ্যপুস্তকের মলাট-সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এ শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব।