নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে
সাকিব আল হাসান।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে খেলার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এই আসরে খেললেই নতুন এক রেকর্ড গড়বেন সাকিব।

৪৭ উইকেট নিয়ে একমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

শুধু বাংলাদেশেই নন, সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি। আর মাত্র ৩ ইউকেট পেলে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। কারণ শীর্ষ ৫ উইকেটশিকারির তালিকায় সাকিব ছাড়া বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা ৩১টি।

তিনি আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। ২০০৭ থেকে ২০২৪ সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন সাকিব। আরও একজন ক্রিকেটার খেলেছেন, তিনি হচ্ছেন ভারতের রোহিত শর্মা। এ দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ বেশি।

রোহিত শর্মা খেলেছেন ৩৯ ম্যাচ। রোহিতের পর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাকিব; ৩৬ ম্যাচ। এরপরে আছেন খেলেছেন ডেভিড ওয়ার্নার, ৩৪ ম্যাচ।