ধানমন্ডিতে গ্রিল কেটে সাড়ে ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার চুরি

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

রাজধানীর ধানমন্ডির এলাকার একটি বাসায় গভীর রাতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। ওই বাসা থেকে সাড়ে ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।

পুলিশি সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের ওই সড়কের দোতলায় বাসাটির অবস্থান। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মমিনুল ইসলামের বাসা সেটি।

ঈদ করতে বৃহস্পতিবার রাতে উত্তরায় মায়ের বাসায় যান তিনি। পরদিন সকালে গিয়ে দেখতে পান, তার বাসার গ্রিল ভেঙে ফেলা হয়েছে।

ফটক ভেতর থেকে বন্ধ ছিলো। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় খাটের ওপর কাপড়চোপড় ও মালামাল লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। কাঠের আলমারির দরজা ভাঙা। ওই আলমারিতে তাঁর সাড়ে ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার নেই। ভবনটিতে নিরাপত্তাকর্মী থাকলেও তাঁরা কিছু টের পাননি।

জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, ধানমন্ডি থানায় চুরির ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।