দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়াস ‘মরার উপর খাঁড়ার ঘা’: এড আবেদ রাজা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়াস ‘মরার উপর খাঁড়ার ঘা’ এর শামিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রাজা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ১৫ বছর ধরে সীমাহীন হত্যা,গুম,জেল-জুলুম, নির্যাতন, উপেক্ষা করে বর্তমানে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিষ্ট সরকারকে উৎখাতের আন্দোলন বিএনপি করছে।এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৭ জানুয়ারীর মহাপ্রহসনের নির্বাচনী নাটকে হতাশ না হয়ে পুনরায় জনগণ ও সকল দলকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনে ঝাপিয়ে পড়বে বলে আশা।

অপর এক প্রশ্নের জবাবে আবেদ রাজা বলেন, আন্তর্জাতিক রাজনীতির মাঁরপ্যাঁচে ভারত,চীন ও রাশিয়া বর্তমান ফ্যাসিষ্ট সরকারকে টিকিয়ে রেখেছে ঠিকই কিন্তু আমেরিকাসহ গণতান্ত্রিক বিশ্ব গণ-আন্দোলনে সমর্থন দিয়েছে বিধায় পুনরায় রচিত সংগ্রামে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন আরে সুদৃঢ় হবে বলে মনে করি।

সরকারী পৃষ্ঠপোষকতার সিন্ডিকেটের মাধ্যমে গত ১৫ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি মানুষকে নাস্তানাবুদ করেছে উল্লেখ করে অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়াস মরার উপর খাঁড়ার ঘা’র শামিল।

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে আবেদ রাজা বলেন, সরকারের দুর্বল ও ভারতমুখী পররাষ্ট্রীতির কারণে আমাদের স্বাধীনতা ও সার্বভোমত্ব হুমকির মুখে এবং ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেই নিজেদের রক্ষা করতে হবে।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]