এ বছর দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গত বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা ছিল ৩২ হাজার ১৬৮টি। আর ঢাকা মহানগরে হবে ২৪৫টি মন্ডপে। যা গত বছরের তুলনায় বেশি।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। তবে ইতিমধ্যে দশ জেলা থেকে হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে।