বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।
এদিকে, গত বছরের ২৩ ডিসেম্বর রাত ৯টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, ‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী।’
সেই বক্তব্যের প্রেক্ষিতে রুহুল কবির রিজভী সরাসরি নাম না উল্লেখ করে বলেন, বাংলাদেশে সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই, এমন বক্তব্য হাস্যকর।