দুরন্ত বৈশাখে | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

দুরন্ত বৈশাখে
আলমগীর কবির

কাঁচামিঠে আমের মেলার এই দুরন্ত বৈশাখে,
দস্যিগুলোর ছুটোছুটি আম কাঁঠালের ওই শাখে।

ঝিনুক দিয়ে আম কেটে খায় দস্যিগুলো সকলে,
আরও কত গুণ রয়েছে দস্যিগুলোর দখলে।

রোদ ছড়ালো রঙের গুঁড়ো আজ প্রকৃতি বৈরী না,
কাঁচা আমের চাটনি বলো কে করেছেন তৈরি মা?

কাঁচা আমের চাটনি আচার তাই নিয়ে হয় খুঁনসুটি,
মায়ের আছে শাসন এবং ভালোবাসা গুণ দুটি।

দুরন্ত দিন স্বপ্ন রঙিন খুশি বুকে না ধরে, 
দস্যিগুলোর দিন কেটে যায় মায়ের শাসন আদরে।

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]