সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উত্তরবঙ্গ সফরে হেলিকপ্টার নিয়ে যাতাযাত নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। চলমান সেই ইস্যু নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা নিজেই, দিয়েছেন ব্যাখ্যা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিয়ায়েড পেজ থেকে এক পোস্টে আসিফ মাহমুদের উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে বলা হয়, গাড়িতে সফরের পরিকল্পনা থাকলেও কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চাওয়ায় পরে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।
প্রথম পয়েন্টে আসিফ মাহমুদ বলেন, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ৬ দিনে শুধুমাত্র ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন৷ ফলে ৬ দিনে ২২ টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।
দ্বিতীয় পয়েন্টে আরও বলা হয়, বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসাসহ মোট ছয়বার হেলিকপ্টারে যাতায়াত করেন উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারি এই তিন জেলায় মোট চারটি উপজেলায় পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সড়কপথে এই একদিনেই প্রায় ২৫০ কিলোমিটারের সফর করে পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যাবে বলে অত্যন্ত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের ২২টি উপজেলা পরিদর্শন ও মতবিনিময়ের প্রোগ্রাম ডিজাইন করতে হয়েছে। এছাড়াও সচিবালয়ে আগুন লাগার কারণে সফর স্থগিত করে ঢাকায় চলে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তৃতীয় পয়েন্টে বলা হয়, আগামী চারদিনে আরও ১৬টি উপজেলা সফরের কথা থাকলেও সচিবালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তৎক্ষনাৎ সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন আসিফ মাহমুদ।