দলীয় শর্ত পূরণ করেই এমপি হয়েছেন সাকিব : ওবায়দুল কাদের

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? দলীয় শর্ত পূরণ করেই এমপি হয়েছেন সাকিব আল হাসান।

মন্ত্রী বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে জয়লাভ করেছে। পার্টির কাছে নমিনেশন চাওয়ায় সে প্রাইমারি সদস্য। তবে সে আওয়ামী লীগের সব শর্ত মেনেই নমিনেশন নিয়েছে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনীতির রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে, সেখানে কোনটা কিংস আর কোনটা প্রজা পার্টি সেটা আওয়ামী লীগের জানা নেই।

মঙ্গলবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্র ঠিক আছে। বিএনপি বন্ধুপ্রতিম দেশের কাছে সাহায্য চাওয়া মানে তাদের এসে ক্ষমতায় বসিয়ে দেয়া, সেটা সম্ভব না। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব না।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রর ক্ষেত্রে পৃথিবীর কেউ পারফেক্ট না, আমরাও পুরোপুরি পারফেক্ট না। মানদণ্ড কেমন বিবেচনা করতে হবে।

কাদের বলেন, আওয়ামী লীগের সমর্থন সংকট নেই। বিএনপিকে বুঝতে হবে। নির্বাচনের আগে অনেক রাজনীতি হয় সেটা আওয়ামী লীগের কোন হাত নেই।