দয়াল নবী | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago

দয়াল নবী
মোহাম্মদ আব্দুল আজিজ

দয়াল নবি শুয়ে আছেন
সোনার মদিনায়,
জিয়ারত করতে চল্ রে মনা
নবিজির রোওজায়।

দীনের নবি প্রাণের ছবি
মুহম্মদ রসুল,
নবিকুলের শিরোমনি
অতুলের অতুল।
যাঁর ধ্যানে, যাঁর জ্ঞানে
মুগ্ধ মশগুল,
প্রিয় বন্ধু করে নিলেন
আল্লাহ রাব্বুল।
যাঁর পদধূলি ওড়ে আজও
আরবের মৌজায়। ঐ

যাঁর লাগিয়া কাঁদে বিশ্ব
উম্মতে রসুল,
বনের পশু বৃক্ষলতা
বেদুইন বুলবুল।
যাঁর শাফায়াত ছাড়া জানি
পাবো না কেউ ত্রাণ,
মহানবির অনুসারী
বিশ্বমুসলমান।
যাঁরে ছাড়া কেবলা কাবা
নি:স্ব অসহায়। ঐ

 

ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]