পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট:
বিগত ৫০ বছরে আদালত যতগুলো রায় দিয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর রায় হলো ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, এই রায়ের ফলেই আমাদের জনগণের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে এবং আমাদের রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে গেছে। আমি মনে করি, আগে থেকেই রায় ঠিক করে নিয়েঅ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে এবং অবাস্তব যুক্তির ভিত্তিতে তাড়াহুড়ো করে এই রায় দেওয়া হয়েছে।‘
তিনি বলেন, ‘রিপাবলিক মানেই সবাইকে নির্বাচিত হতে হবে তা নয়। গণতন্ত্রকে রক্ষার জন্য অল্প সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকলে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। এত তাড়াহুড়ো করে পঞ্চদশ সংশোধনী বিলটি পাস করা হয়েছে যে বাংলা ও ইংরেজি ভার্সনের সঙ্গে অমিল রয়ে গেছে। মূলত দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করে ক্ষমতা টিকে থাকার জন্যই এই সংশোধনী আনা হয়েছে। এরফলে রাষ্ট্রের মালিক হিসেবে পাঁচ বছর পর আমরা একটা দিন নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের সরকার বাছাই করার সুযোগ পেতাম। কিন্তু পঞ্চদশ সংশোধনী পাস করে সে সুযোগ রহিত করে দেওয়া হয়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে।’
সূত্র: ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ‘সংবিধান সংশোধনের (অপ)রাজনীতি’ শীর্ষক বিশেষ ওয়েবিনার।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। আপনিও লিখুন।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net