তোমাকে ভালোবাসা আমার সহজাত | পরিক্ষীৎ চৌধুরী

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

তোমাকে ভালোবাসা আমার সহজাত

পরিক্ষীৎ চৌধুরী

 

তোমাকে ভালোবাসার কথা আমায় কেউ শিখিয়ে দেয়নি,

প্রতিদিন সূর্যপ্রণাম করার মতোন 

তোমার প্রশস্তিমিশ্রিত মন্ত্র আমি কোন গ্রন্থে শিখিনি,

তোমাকে নৈবেদ্য দিবো বলে

কোন ফুলকে করিনি বৃন্তচ্যূত।



কিন্তু তোমাকে ভালোবাসার কোন অন্ত আমার নেই

তোমাকে শিয়রে তুলে রাখার চেয়ে বড় কোন আরাধ্য আমার নেই।

পৃথিবীর সকল বৃক্ষের দোলনায় 

দোলায়মান সকল পুষ্প 

তোমার চরণে নতজানু হয়ে প্রণতি জানায় প্রতিদিন।


কারণ, ওরা জানে আমি তোমাকে ভালোবাসি।


তোমার জন্য যারা বুক পেতে দিয়েছিলো ঘাতক বুলেটের সামনে,

তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলো যে

তোমাকে ভালোবাসার মতোন বড় কোন প্রেমকাহিনী 

পৃথিবীতে কোনদিনও জন্ম নিবে না

তাদেরকেও গোপনে কেউ বলে দেয়নি, ‘যাও, রক্ত দিয়ে ভালোবাসার কথা বলে আসো।‘

ওরা তোমাকে ভালোবেসেছিলো সহজাত প্রবৃত্তি থেকে।


কবিতায় তোমাকে ভালোবাসার কথা বলে যাই-

আমাকে তাও কেউ শিখিয়ে দেয়নি,


কারণ, আমি তোমাকে ভালোবাসি।

বৃক্ষের শেকড় যেমন ভালোবাসে মৃত্তিকা,

পাখিদের ডানাগুলো যেমন ভালোবাসে বাতাসের গন্ধ

আমিও তেমনি ভালোবাসি তোমাকে-

আ-মরি বাংলা ভাষা।

 

 

পিআইডি কবিতা


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]