তোপের মুখে ‘খোলামেলা’ ছবি মুছলেন শাকিব খানের নায়িকা ইধিকা

:: আনন্দধারা ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে বাংলাদেশে পরিচিত পান ওপার বাংলার টিভি পর্দার অভিনেত্রী ইধিকা পাল।

এই সিনেমা দিয়েই দুই বাংলায় শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে ওঠেন তিনি। পাশাপাশি দর্শকমহলেও ব্যাপক প্রশংসিত হয় ইধিকার অভিনয় ও ব্যক্তিত্বের ধরণ।

তবে পশ্চিমবাংলার এই নায়িকাকে এবার যেন একটু ভিন্নভাবেই আবিষ্কার করলেন ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু খোলামেলা ছবি প্রকাশ করেন ইধিকা। যেখানে দেখা যাচ্ছে- স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথরের ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করেননি।

তোপের মুখে ‘খোলামেলা’ ছবি মুছে দিলেন ইধিকা

নানা রকম নেতিবাচক মন্তব্য কমন্টেবক্স ভাসিয়েছেন তারা।

বিষয়গুলো যেন চোখে পড়েছে ইধিকার। বাধ্য হয়ে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো সরিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার রাত থেকেই নায়িকার স্থিরচিত্র তার অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে না।