তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন শুভশ্রীর বোন দেবশ্রী

::
প্রকাশ: ১ বছর আগে

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার বোন দেবশ্রী গাঙ্গুলিও অভিনয়ে নাম লিখিয়েছেন। ২০২১ সালের এপ্রিলে সহকর্মী অমিতের সঙ্গে ঘর বাঁধেন দেবশ্রী। এটি তার দ্বিতীয় বিয়ে।

বিয়ের দশদিন পরই নানাভাবে দেবশ্রীকে অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া; যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। দুঃসহ অতীতকে পেছনে ফেলে আবারো বিয়ে করতে যাচ্ছেন দেবশ্রী গাঙ্গুলি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন দেবশ্রী। খুব শিগগির বিয়ে করবেন তারা। দেবশ্রীর হবু বর পেশায় একজন ব্যবসায়ী। শোবিজ অঙ্গনের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ নেই।

তবে বিয়ের বিষয়ে জানতে চাইলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দেবশ্রী এবার কোনো কথা বলতে রাজি হননি বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী। তা ছাড়া ‘ফাটাফাটি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।