তীব্র তাপদাহে ১৯ হজযাত্রী নিহত

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

তীব্র গরমে সৌদি আরবে জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। রোববার উভয় দেশের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়াদের মধ্যে জর্ডানের ১৪ জন রয়েছেন।

এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন।

তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছেন।

আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন, ‌‌‘এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি পাঁচ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। ’

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। হজ পালনের সংকল্প করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে আসা প্রায় ১৮ লাখ মুসলিম তীব্র গরম উপেক্ষা করেই হজ পালন করছেন।

পবিত্র হজের অনেক আচার-অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পাদন করতে হয়। আর এসব আচার-অনুষ্ঠান বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তাদের ১৪ জন নাগরিক তীব্র তাপপ্রবাহের কারণে স্ট্রোকে মারা গেছেন।

সৌদি আরবে গরমের সময় হজ অনুষ্ঠিত হয়। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস (104 ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে এবং এ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।

সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছে, গত বছর ১০ হাজারের বেশি হজযাত্রী অসুস্থ হওয়ার রেকর্ড করা হয়।