সিলেট বিভাগের প্রায় তিন হাজার পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিভাগের চার জেলার ১০টি স্থানে এই খাদ্য উপহার বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রায় চারশ’ দুঃস্থ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি। ঈদ উপহার বিতরণকালে মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, ‘সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গেল ভয়াবহ বন্যায় সেনাবাহিনী সিলেটের বিপর্যস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছিল। উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে খাদ্যসহায়তা পর্যন্ত দিয়েছে সেনাবাহিনী। এবার পবিত্র ঈদুল ফিতরে দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’র দিক নির্দেশনায় ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে, সিলেটের গোলাপগঞ্জ ছাড়াও জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, বিশ্বনাথ, মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি, সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও লাখাইয়ে দুঃস্থ লোকজনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে মোট ৩ হাজার ৮০টি পরিবার এই উপহার পান। উপহার সামগ্রীতে ছিল- সাধারণ চাল, চিনিগুড়া চাল, ময়দা, ডাল, তেল, চিনি, লবন, সেমাই, চা ও গুড়ো দুধ।
অমিতা সিনহা/সিলেট/১৮ এপ্রিল ২০২৩
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net