তিন হাজার কোটি টাকার চেক ও রাষ্ট্রীয় নথিসহ গাড়ী আটক

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

সায়েন্সল্যাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ও তিন হাজার কোটি টাকার চেকসহ একটি কাভার্ডভ্যান আটক। শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কাভার্ডভ্যানটি আটক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সায়েন্সল্যাব মোড়ের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ট্রাফিকের কাজ করছিলাম। এ সময় জরুরি ওষুধ সরবরাহ লেখা একটি কাভার্ডভ্যান থামিয়ে চানতে চাই ভেতরে কী আছে। তখন চালক রহস্যময় আচরণ করেন। এক পর্যায়ে তিনি বলেন গাড়িতে ওষুধ আর কাপড় আছে। এরপর আমরা দেখতে চাইলে তিনি গাড়ির পেছনের দরজা খুলতে চাচ্ছিলেন না। পরে আমাদের টিম গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি ও তিন হাজার কোটি টাকার একটি চেক উদ্ধার করে।

কাভার্ডভ্যানের চালকের লাইসেন্স ছিল না বলেও জানান শিক্ষার্থীরা। এছাড়া গাড়িতে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের একটি ছবি পাওয়া গেছে। এ কারণে, তিনিই গাড়িটির মালিক বলে ধারণা তাদের।