তিন বছর পর সাক্ষাতে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

তিন বছর পর এবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনাময় করতে পারবেন। গণভবনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করে প্রবেশের সুযোগ দেবেন।

করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর ঈদের দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। এর আগে প্রতিবছরই পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তিনি।

এ বছর তিনি আগের মতই ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net