তিন ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার এবং ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির

::
প্রকাশ: ১ বছর আগে

গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আইনজীবীরা থানায় জামিনের কাগজপত্র দেখালে তাকে ছেড়ে দেয় পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদীপ দাস জানান, যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয় সেই মামলায় তিনি জামিনে ছিলেন। আজ গ্রেপ্তারের পর তার আইনজীবীরা সন্ধ্যার আগে কোতয়ালী থানায় গিয়ে জামিনের কাগজপত্র দেখান। এরপরই মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় বিকেলে মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিলো। গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কতোয়ালি থানাতেই রাখা হয়। ইফতারের আগ মুহূর্তে ছাড়া পান মুক্তাদির।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচীতে যোগ দিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার পর বের হওয়ার সময় পথিমধ্যে মুক্তাদিরকে গ্রেপ্তার করেন পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৮ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন খন্দকার মুক্তাদির। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

সিলেট/অমিতা সিনহা/৮ এপ্রিল ২০২৩ ইং


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net