ঢাকা শহরের জনসংখ্যা কত জানেন?

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকা শহরে মোট জনসংখ্যা ২ কোটি ১০ লাখ, যার সবাই ঢাকা ওয়াসার সেবা গ্রহণ করেছেন। তবে ওয়াসার মিটারভিত্তিক গ্রাহক ৩ লাখ ৮৭ হাজার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার, যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সারা দেশের মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। বর্তমানে সারা দেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সারা দেশে সমবায় কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।