ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তিন এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ সময় ঢাকার তিন এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিন ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২০), সাভারের হেমায়েতপুর (৪০৬), গুলশান ২ এর রব ভবন (৩৩৯) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া আগাখান একাডেমী (২৭৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), কল্যাণপুর (২৬৯), গুলশান লেক পার্ক (২৬৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৬১), বেচারাম দেউড়ি (২৫৬), মহাখালীর আইসিডিডিআরবি (২৩৬) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। ৭৭২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভোতেও (৫২২) বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে ঢাকা (২৬১), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (২৫০), পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার (২২৭) ও ইরানের তেহরান (২০৫)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।