লাইভ ভিডিও স্টোরেজের নীতিমালা পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এখন থেকে নিজেকেই সংরক্ষণ করে রাখতে হবে লাইভ ভিডিও। কারণ মাত্র ৩০ দিনের মধ্যে সব লাইভ ভিডিও ডিলিট করে ফেলবে জনপ্রিয় এই মাধ্যম।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম।
১৯ ফেব্রুয়ারি বা তার পরে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত থাকবে এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই ৩০ দিনের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়ে তা স্থায়ী ভাবেও রেখে দিতে পারবেন।
পুরোনো লাইভ ভিডিওগুলোর ক্ষেত্রে আরও ৯০ দিন সময় পাবেন সেগুলো ডাউনলোড করে রাখার, এরপর সেগুলোও ডিলেট হয়ে যাবে। তবে পুরোনো লাইভ ভিডিওগুলো ডিলেটের আগে আপনি নোটিফিকেশন পাবেন।
সম্প্রতি মেটা জানিয়েছে, সারা বিশ্বের মানুষ নিজেদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিতে অথবা ব্যবসায়িক কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়, এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে অভিনব পরিবর্তন আনা হয়েছে।