টুইটারের লোগো বদলে গেল

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ২ years ago

বদলে গেল টুইটারের লোগো। ব্লু বার্ড লোগোর পরিবর্তে এখন টুইটারে দেখা যাচ্ছে ডগি আইকন। আর হঠাৎ করে পাখি থেকে কুকুরের ছবি দেখায় অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানায়নি টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের এই নতুন লোগোর ছবি নিয়ে ইলন মাস্কের টুইটে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ওটা আসলে পুরনো ছবি।

এর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন মাস্ক। এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই ছবিও তুলে ধরেছেন ইলন মাস্ক।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।

টুইটারের নতুন লোগো কুকুরের যে ছবি রয়েছে সেটির ইতিহাস হলো: টুইটারে নতুন লোগো দেয়া হয়েছে সেই কুকুরটির নাম কাবসু, যা একটি ফলের নাম। ২০০৮ সালে জাপানের এক শিক্ষিকা যখন এই খুদে সারমেয়টিকে দত্তক নেন তখন তার মনে হয়েছিল, খুদে সারমেয়টির মুখ নাকি অবিকল ওই ফলের মতো দেখতে। সেই থেকেই এমন নামকরণ।

কাবসুর জন্ম ২০০৫ সালে। যখন তার বছর পাঁচ বছর বয়স, তখন মালকিন একটি ব্লগ শুরু করেন। সেখানেই প্রথম দেখা যায় কাবসুকে। ব্লগের জন্য তার বেশ কয়েকটি ছবি তুলেছিলেন ওই শিক্ষিকা। তার মধ্যে একটিতে দেখা যায়, সোফার উপর সে বসে আছে গুটিশুটি হয়ে। তাকিয়েছে ক্যামেরার দিকে। খানিকটা ভয়, উদ্বেগ, সাবধানতা মেশানো এমন এক দৃষ্টিতে সে তাকিয়েছিল, যার তুলনা মেলে না। এরপর থেকেই এই ছবি লুফে নেয় নেটদুনিয়া। বিস্ময়ে তিনি তখন দেখেছিলেন, কাবসুর ওই অভিব্যক্তিময় ছবিটি কেমন লাখ লাখ শেয়ারে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। এরপর থেকে কাবসু নিজেই সেলিব্রিটি। এমনকী ইনস্টাগ্রামে তার নিজস্ব অ্যাকাউন্টও আছে।

শুধু তাই নয়, ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় যে ডগিকয়েনের আবির্ভাব সেখানেও অনুপ্রেরণা কাবসুর তুমুল জনপ্রিয়তা। সব মিলিয়ে সারমেয়কুলে তাকে কিংবদন্তি বললে ভুল হয় না। কাবসুর বয়স এখন ১৬ বছর। এত কম বয়সে এমন জনপ্রিয়তা যে আর ক-জনের আছে, তা অবশ্যই ভেবে দেখার মতো বিষয় বটে!


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net