ঝালকাঠিতে ১২ যুবলীগ নেতার নামে মামলা

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের স্বাক্ষর জাল করে ২২ সদস্যের ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করায় ১২ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তৈরি ভুয়া কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, শতশত মানুষের মধ্যে কমিটির লিফলেট বিলি এবং যুবলীগের এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে জেলা যুবলীগ সদস্য মাসুদ সিকদার বাদি হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন— ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন (৩৮), মিলন হাওলাদার (৩৬), তরিকুল ইসলাম অপু (৩৩), মো. মনিরুজ্জামান মনির (৩৮), শাখাওয়াত হোসেন সুমন (৩৬), মো. মারিয়াজ হাওলাদার (৩৫), তালাল আল আরাফাত (২৩), আসাদুজ্জামান তালুকদার পিকলু (৪০), আলীম আল রাজিব (৪০), মাহমুদুল সাগর (২৫), মোহাম্মদ রনি হাওলাদার (৩৫) ও সাংবাদিক বশির আহম্মেদ খলিফা।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, সৈয়দ মিলনসহ ১২ জনের নামে একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।