ঝড়ে ছাতাসহ উড়ে গেলেন ব্যক্তিটি!

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

তুরস্কের ওসমানিয়া প্রদেশে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছিল। হাওয়া থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিলেন।

সাদিক কোকাদাল্লি নামের এক ব্যক্তি সেখানে থাকা স্ট্যান্ড লাগানো ছাতার নিচে স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। কিন্তু হাওয়ার দাপটে ছাতাসহ উড়ে গেলেন তিনি। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে সাদিক বলেন, ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩-৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।