জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তথ্য জানাতে নতুন ওয়েবসাইট

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে
বিডি২৪লাইভ লগো।

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তথ্য জানাতে চালু করা হয়েছে হটলাইন নম্বর। হটলাইন নম্বর ১৬০০০ এর মাধ্যমে এখন থেকে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতরা তথ্য জানাতে পারবেন।

সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত।

জানা যায়, সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা চালু থাকবে এই ফোন নম্বরটি।

অন্যদিকে ওয়েবসাইট www.jssfbd.com এর মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারবে। পাশাপাশি গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য এই ওয়েবসাইট ব্যবহৃত হবে।