জুনাইদ আহমেদ পলককে মুখে গামছাবেঁধে নেয়া হলো যে কারণে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

রিমান্ড শেষে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পুলিশের ভ্যানে মুখে গামছাবাঁধা অবস্থায় নিয়ে যেতে দেখা গেছে। এমনকি তার ছবি তুলতেও পুলিশের পক্ষ থেকে বারবার নিষেধ করা হচ্ছিল।

এর কারণ হিসেবে পুলিশ বলছিল, পলকই নিজের থেকেই মুখে গামছা বেঁধেছিলেন। তিনি চাচ্ছিলেন যেন এই অবস্থায় তার ছবি মিডিয়ায় না আসে। যে কারনে জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।

হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় ৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম।

তিনি পলকের ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, ‘ওনার (জুনাইদ আহমেদ পলক) মানসম্মান নষ্ট করবেন না।’ একথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন এসআই মোজাহিদুল।

এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন- জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার কথা বলেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।পরে আদালত থেকে তাকে ৭ দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।’

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারও রিমান্ডে।