দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরিক অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অত্যন্ত অসুস্থ খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অথচ তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে সরকার।’
মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগকে গদি ছেড়ে মাঠে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে কার কতো শক্তি তা পরীক্ষার জন্য ওবায়দুল কাদেরকে আহ্বান জানান। । ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও সতর্ক করেন মির্জা ফখরুল।
এ সময় বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সন্তোষ প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ধিক্কার জানান বিএনপির মহাসচিব। তিনি প্রশ্ন রাখেন, বরিশাল সিটি নির্বাচনে একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না যে কমিশন, সেই কমিশন জাতীয় নির্বাচন সুষ্ঠু করবে কেমনে?
তিনি বলেন, ‘বিএনপির ৪০ লাখ নেতাকর্মীকে আসামি করেছে সরকার। কারণ তারা জানে জনপ্রিয় নেতারা বাইরে থাকলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে তারা জয়ী হতে পারবে না।’
বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুতের কুইকরেন্টাল কেন্দ্রগুলো বিদ্যুৎ না দিলেও জনগণের টাকা ঠিকই যাবে। সরকারের আজকে একটাই কাজ জনগণের পকেট কাটা। সরকার প্রতিদিন জনগণের পকেট কাটছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘১০ জনের হাতে গোটা বিদ্যুৎ খাত জিম্মি। বেশিরভাগ টাকা নিয়ে তারা পাচার করেছে। ভারত ও চীনের সঙ্গে চুক্তির বিদ্যুতের দাম তিনগুন হবে, সেটি দিতে হবে জনগণকে। পাচারকারীদের টাকা যুক্তরাষ্ট্রে নিরাপদ নয় দেখে ইনসেন্টিভ দিয়ে টাকা ফেরত আনার ব্যবস্থা সরকারের আরেক নতুন ফন্দি।’
মির্জা ফখরুল বলেন, ‘ডাকাতদের পুরস্কৃত করার সরকার আওয়ামী লীগ সরকার। অর্থনীতিবিদরা আগে লিখতে ভয় পেলেও এখন লিখছেন, উন্নয়নের রোল মডেল মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সব শ্রেণি-পেশার মানুষকে বুঝতে হবে দেশটা তাদের কারো বাবার নয়। সংবিধান কেটে-ছিঁড়ে এমন অবস্থায় নিয়ে আসছে, একজনের নেতৃত্বেই দেশ চলছে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককেও তারা মর্যাদা দেয়নি । কারণ তিনি তাদের চুরি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। ১৪ বছর ধরে নির্বাচনকে প্রহসন করে ক্ষমতা দখল করে তারা বলছে, গণতন্ত্রে বিশ্বাসী।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সরকার।