জাতির পিতার নয়ন মনি | শিবুকান্তি দাশ

:: শিবুকান্তি দাশ ::
প্রকাশ: ১ বছর আগে
শেখ রাসেল। ফাইল ছবি

জাতির পিতার নয়ন মনি

শিবুকান্তি দাশ

 

জাতির পিতার নয়ন মনি রাসেল সোনা কই

হারিয়ে গেছে অচিনপুরে পায় না খুঁজে কেউ

পড়ে আছে সাইকেল তার বন্ধ যে হইচই

রাসেল এখন মধুমতির অথৈই জলের ঢেউ।

 

হাসু আপা বুঝতো তাকে কামাল ভাইও বেশ

ছোট্ট রাসেল ওদের পিছে থাকতো সারাক্ষণ

আব্বুটা না মিটিং মিছিল নিয়ে ঘুরতো দেশ

স্বাধীনতা আনবে বলে সেই করেছে পণ।

 

লক্ষ লক্ষ বীর বাঙালির কন্ঠে স্বাধীন সুর

র্দীঘ ন‘মাস যুদ্ধে যুদ্ধে দামাল ছেলের দল

এগিয়ে গেলেন মা মাটি দেশ উদ্ধারে সেই দূর

মনের ভেতর রণ সংগীত চল চল চল।

 

আসলো বিজয় ফিরলো মুজিব সবার মুখে হাসি

দেশ গড়তে সবার প্রতি আবার দিলেন ডাক

দিকে দিকে সারা পড়ে দেশকে ভালোবাসি

কিন্তুু কি যে শক্ররা সব অস্ত্র করে তাক।

 

ছোট্ট রাসেল খেলতো তখন কী আনন্দ তার

দিন চলে যায় আব্বু মুজিব খেলার সাথি হয়

হঠাৎ একটা ঝড়ো হাওয়া সব করে ছাড়খার

বিনা মেঘে বজ্রপাত বিক্ষত হৃদয়।

 

পঁচাত্তরের পনের আগস্ট ভোরের অন্ধকার

শক্ররা সব হামলে পড়ে ধানমন্ডির বুকে

হত্যা করে জাতির পিতার সকল পরিবার

কিন্তুু রাসেল পায়নি রেহাই পশুদের সম্মুখে।

 

কি অপরাধ রাসেল সোনার জাতির পিতার ছেলে ?

ফুটফুটে সে ছোট্ট সোনার বুক ছিড়েছে গুলি

তোমরা বলো এমন ছেলে হাজারটাতে মেলে

তার জন্যে রাখছি আজো শাপলা গোলাপ তুলি।

 

আয়রে রাসেল আয় ফিরে আয় ডাকছি তোকে আয়

জয় বাংলা বাংলার জয় সুর তুলে গান গায় ।

 

(পিআইডি কবিতা)