জাঁকজমক ভাবে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

:: সিলেট ব্যুরো ::
প্রকাশ: ২ years ago

জাঁকজমকপূর্ণ ভাবে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৯টায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) হলরুমে নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকলকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এর আগে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের লোগো উন্মোচন করেন প্রধান অতিথি। লোগো ডিজাইন করেন ইলাস্ট্রেটর শিল্পী অরূপ বাউল। এরপর নবনির্বাচিত মেয়রকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সিউজা নেতৃবৃন্দ।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ‘প্রেরণা’ সম্মাননা প্রদান করে। এবারে ‘প্রেরণা’ সম্মাননা পান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলির সফলতার প্রেরণা তাঁর বড় বোন রেহানা বেগম (বিএ-বিএড)।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সিলেটসহ প্রায় সারাদেশে নারীরা খুব ভালো কাজ করছেন। জাতীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত, নারীরা এখন ক্যামেরা কাঁধে হাতে কলম নিয়ে ছুটে চলেছেন। তথ্য প্রকাশ করে সরকারকে যেমন সহযোগীতা করছেন তেমনি সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।

তিনি বলেন, সিলেটের মেয়েরাও সাংবাদিকতায় যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে তাদের নিয়ে আমি গর্বিত। তারা সিলেটৈর শতবর্ষের সাংবাদিকতার ঐতিহ্যকে সমুন্নত রেখে আরও বহুদূর এগিয়ে যাবেন। এ অঞ্চলের মানুষের কল্যাণে তাদের কলম আরও বেগবান হবে বলেই আমার প্রত্যাশা।তিনি সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নেতৃবৃন্দকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সংগঠনের সভাপতি সুর্বনা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার জেদান আল মূসা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ ফটো জার্নালিষ্টের এসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ , সিউজার উপদেষ্টা সেলিনা চৌধুরী, সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক, নারী উদ্যোক্তা শাহেনা চৌধুরী স্বর্ণা, ব্যবসায়ী ও সমাজকর্মী ফারমিছ আক্তার, ৭১ টিভির এসিস্টেন্ট নিউজ এডিটর তনুশ্রী রায়, ভোরের কাগজের ব্যুরো প্রধান ফারুক আহমদ, দি নিউ ন্যাশন পত্রিকার সিলেট ব্যুরো শফিক আহমেদ শফি, টিসিজের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, চ্যানেল টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান সজল ছত্রী, নিউজ টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রত্যুষ তালুকদার, সিউজার সহসভাপতি অমিতা সিনহা, সময় টিভির সিলেট প্রতিনিধি শাহ শরিফ উদ্দিন, বাংলা টিভির ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, দৈনিক একাত্তরের কথার নিজস্ব প্রতিবেদক মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, দৈনিক জাগ্রত সিলেটের নিজস্ব প্রতিবেদক তুহিন আহমেদ, আই বাংলা টিভির সিইও লতিফুর রহমান উজ্জ্বল, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের ডট কমের নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, সাংগঠনিক সম্পাদক হেনা মম, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, দপ্তর সম্পাদক- রাফা, কার্য নির্বাহী সদস্য শ্রাবনী তালুকদার প্রমুখ।

 

সিলেট/অমিতা সিনহা/১৯ জুলাই ২০২৩।