জরুরি বৈঠকে পাপনের বাসায় তামিম

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। দুু’জনে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বৈঠকটি শুরু হয় বলে জানা গেছে।

এই বৈঠকে তামিমের ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে জানা যাবে। এছাড়া কবে নাগাদ মাঠে নামবেন সেটিও বোর্ড সভাপতিকে তামিম নিশ্চিত করবেন বলে জানা গেছে।

আফগানিস্তান সিরিজ চলাকালীন গত ৬ জুলাই অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরদিন তাকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমকে নিয়ে বোর্ড সভাপতি পাপন ও মাশরাফি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গণভবন থেকে বের হয়ে তামিম জানান, তিনি অবসর ভেঙে মাঠে ফিরবেন। প্রধানমন্ত্রী তাকে খেলা চালিয়ে যেতে বলেছেন। সকলকে না বলতে পারলেও তিনি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারেননি বলেও মন্তব্য করেন।

অবসর ভাঙার ঘোষণার পর দুইমাস বিরতি নেন তামিম। সেজন্য চলতি বছর অনুষ্ঠিত এশিয়া কাপে খেলেননি। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামেন তামিম। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটে নামার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন তামিম। এরপর তৃতীয় ম্যাচে বিশ্রামে যান। আর বিশ্বকাপ দল ঘোষণার আগের বিতর্ক তো সবারই জানা। ‘নোংরামি’তে থাকতে চান না উল্লেখ করে, তিনি বিশ্বকাপ স্কোয়াডে তাকে না রাখার অনুরোধ জানান। কিউইদের বিপক্ষে হোম সিরিজের পর তাই আর মাঠে দেখা যায়নি এই তারকা ওপেনারকে।