জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

গত কয়েকদিনের অনাহুত পরিস্থিতির কারণে যে সব গ্রাহক নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তাদের জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ নিয়মে গ্রাহকরা জুলাই মাসের বিল পরিশোধ করতে পারবেন।

বুধবার (২৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেসকো ও পিডিবি।

ডেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টপেইড গ্রাহকদের চলতি বছরের জুন মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা চলতি মাসের ২০ তারিখ বা এর পরের কোনো তারিখ হলে, কোনো প্রকার জরিমানা ছাড়াই আগামী ৩১ তারিখ পর্যন্ত পরিশোধ করা যাবে।

অন্যদিকে, পিডিবিও পৃথক বিজ্ঞপ্তিতে জরিমানা ছাড়া চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত আগের মাসের বিদ্যুৎ বিল নেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে দুই সংস্থার বিপুল সংখ্যক গ্রাহক অযাচিত জরিমানা থেকে রক্ষা পেলেন। বিদ্যুৎ গ্রাহকরা সরকারের এ সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছে।

ঢাকা উত্তরার বিদ্যুৎ গ্রাহক সাদাৎ হোসেন রাইজিংবিডিকে বলেন, গত ২১ জুলাই আমার ছয়টি মিটারের বিল পরিশোধ করার কথা ছিল। গত কয়েকদিনের ঘটনায় আমরা বাইরে বের হতে পারছিলাম না। ফলে বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। বিদ্যুৎ বিভাগের জরিমানা ছাড়া বকেয়া বিল পরিশোধের এ সুযোগ সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য।