মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় সমনের জবাব দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন শাকিব খানের আইনজীবী।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ জুলাই সমনের জবাব দাখিলের তারিখ ধার্য করেছেন।
বুধবার (৫ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে শাকিব খানের পক্ষে জবাব দাখিলের দিন ধার্য ছিল। এদিন শাকিব খানের পক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।