জন্মদিনে দুবাই না নেওয়ায় স্ত্রীর ঘুষি, অতপরঃ স্বামীর….

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

জন্মদিনে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ঘুরতে না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্ত্রী। এর জেরে স্বামীকে ঘুষি মেরে হত্যা করেছেন তিনি।

শুক্রবার এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নিখিল খান্না। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ছয় বছর আগে বিয়ে করেন অভিযুক্ত রেনুকে (৩৮)। এই দম্পতি পুনের অভিজাক এলাকা ওয়ানাবদিতে থাকতেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, রেনুকাকে দুবাই না নিয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে নিখিলের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এছাড়া জন্মদিনে আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চেয়েছিলেন রেনুকা। এতেও বাধা দেন নিখিল।

ওয়ানাবদি থানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হাতাহাতির সময় রেনুকা নিখিলের মুখে ঘুষি মারেন। এতে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে নিখিলের মৃত্যু হয়।

এ ঘটনায় রেনুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।