ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।
এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
উল্লেখ্য, গত ১৯ জুলাই নির্মাণাধীন একটি ভবনের চারতলার রড ধরে ঝুলে ছিলেন আমির হোসেন (১৮) নামের একজন তরুণ। অসহায় অবস্থায় থাকার পরও তাকে লক্ষ্য পর পর ৬টি গুলি করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরালও হয়েছে। সেই গুলি করা তরুণ বেঁচে আছেন। আজ তাকে গুলি করা ওই পাষাণ পুলিশকে গ্রেপ্তার করা হলো।
সে সময় আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছিল পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এখনও তাঁকে বিছানায় পড়ে থাকতে হয়।