চবিতে ছাত্রী ধর্ষণচেষ্টা চালানো অধ্যাপককে স্থায়ী অপসারণ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত রসায়ন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৫৪৮ নং জরুরি সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর এবং মোহাম্মদ আলী জানান, উক্ত অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন তারা। সেজন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশক্রমে অধ্যাপককে অপসারণ করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি চবির উপাচার্য শিরীণ আখতারকে একটি চিঠি দিয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দেন এক ছাত্রী। ওই চিঠিতে ছাত্রী উল্লেখ করেন, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে তিনি তার স্নাতকোত্তরের থিসিস করছেন। কিন্তু থিসিস শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অধ্যাপক তাকে ডেকে নিয়ে পরীক্ষাগার (ল্যাবে) এবং নিজ কক্ষে অশালীনভাবে স্পর্শ করেন।

গত ১৩ জানুয়ারি অধ্যাপক তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনা জানাজানি হলে ওই দিন থেকেই রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তদন্ত শুরু হয়।