কলরব ডেস্ক:
বাংলা ধরিত্রী প্রকাশিত ‘চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ প্রেক্ষিত’ পুস্তকের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহিদ মুনীর-আজাদ সভাকক্ষে অনুষ্ঠিতঅনুষ্ঠানে ট্রাস্ট সভাপতি, লেখক, রাজনীতিক শেখর দত্ত সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিশেষ অতিথি জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা প্রধান ড. নজরুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, ওমান-এর এমিরেটাস অধ্যাপক ড. এস এম মুজিবুর রহমান, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব জামান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সংগীতা আহমেদ, বিজ্ঞান লেখক রুশো তাহের এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্রাস্ট সম্পাদক মুকুল চৌধুরী। সভা পরিচালনা করেন বাংলা ধরিত্রী প্রকাশনার প্রধান নির্বাহী দিলওয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল যাতে সকল মানুসের কল্যাণ সাধন করতে পারে সেদিকেই বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদসহ আমাদের দেশ ও বিশ্বের জনগণকে সজাগ থাকতে হবে। প্রত্যেক মানুষকে হতে হবে আরো মানবিক। বিজ্ঞানের সকল আবিষ্কার ও প্রযুক্তির ব্যবহার হতে হবে মানুষের কল্যাণের জন্য।
বক্তারা বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উৎপাদন, ব্যবহার ও প্রয়োগের উচ্চ মূল্যায়ন করেন। শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সময়ের উপযোগী করে তোলার আহ্বান জানান। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামো গড়ে তোলার চলমান সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।