ইঞ্জিন এবং কর্মী সংকটে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যকার স্পেশাল ট্রেন সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আক্তার হোসেন।
কামাল জানান, রেলওয়ের মেকানিক্যাল বিভাগের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সাইফুল ইসলাম প্রচুর যাত্রী থাকা সত্ত্বেও স্পেশাল ট্রেন বন্ধ করে দেয়ার বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ক একটি চিঠি তিনি পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, বিদ্যমান রেলের ইঞ্জিন ও কর্মীদেরকে রেলওয়ের ঢাকা বিভাগে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল ঈদুল ফিতরে যাত্রীদের চাপ কমাতে এই স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে বাংলাদেশ রেলওয়ে।